শিরোনাম
পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী কর্মসূচি স্থগিত করে  পরীক্ষায় ফিরছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বিমান ভ্রমণে এই মুহূর্তে সক্ষম নন বেগম খালেদা জিয়া পাটগ্রামের দহগ্রাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় মা -ছেলে আটক
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

দেশের জার্সিতে প্রথম গোল পেলেন হামজা চৌধুরী।

রিপোটারের নাম / ৩৪৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ জাতীয় দলের হয়েও খেলেছেন হামজা চৌধুরী। ২০১৮-১৯ সালে ৭টি ম্যাচও খেলেছেন তিনি। তবে, এরপর অবশ্য ইংল্যান্ড জাতীয় দলে সুযোগ পাননি। শেষ পর্যন্ত সম্ভাবনাও ছিল না। যার ফলে বাংলাদেশ খুব সহজেই লাল-সবুজ জার্সিতে খেলার জন্য পেয়ে যায় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীকে।

তিনি খেলেন মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। কখনো কখনো খেলেন রাইট ব্যাকেও। লেস্টার সিটি, বার্টন আলবিওন, ওয়াটফোর্ড কিংবা শেফিল্ড ইউনাইটেড- সব ক্লাবেই তার পজিশন ডিফেন্সে। অর্থ্যাৎ, দলে তার ভূমিকা গোল করায় নয়, গোল রক্ষা করায়।

তবে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে হামজার ভূমিকা পুরোপুরি ডিফেন্ডার হিসেবে নয়। প্রায় জেনুইন মিডফিল্ডার হিসেবে। যদিও তাকে অ্যাটাকিং হাফে দেখা যায় কালেভদ্রে। মাঝমাঠের খেলা পরিচালনার পাশাপাশি ডিফেন্সিভ হাফেও তাকে ভূমিকা রাখতে দেখা যাচ্ছে।

বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেক হয়েছে ভারতের বিপক্ষে, শিলংয়ে। এশিয়ান কাপ কোয়ালিফাইং ম্যাচে ভারতের বিপক্ষে জামাল ভূঁইয়া প্রথম ম্যাচ খেলেছেন গত ২৫ মার্চ। ওই ম্যাচটা শেষ হয়েছিল গোলশূন্যভাবে। হামজা চৌধুরীর উপস্থিতিতেই ১ পয়েন্ট নিয়ে ভারতের মাটি থেকে ফিরতে পেরেছিলো লাল-সবুজের জার্সিধারিরা।

বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর দ্বিতীয় ম্যাচ খেলার কথা ছিল সিঙ্গাপুরের বিপক্ষে, এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডে। সে সঙ্গে দেশের মাটিতেও অভিষেক হওয়ার কথা ছিল তার। তবে, হামজা চৌধুরীকে নিয়ে দর্শকদের অপেক্ষা আরও আগে ফুরোলো।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সুযোগ পেয়ে গেছে বাংলাদেশ। যে ম্যাচটি মাঠে গড়ালো আজ (বুধবার, ৪ জুন)। যে ম্যাচে হামজা চৌধুরীর দেশের মাঠে অভিষেক হলো এবং বাংলাদেশের জার্সিতে অভিষেক হলো ইতালি প্রবাসী ফাহামিদুলের।

দেশের মাটিতে অভিষেকেই দশের জার্সিতে প্রথম গোল পেয়ে গেলেন হামজা চৌধুরী। আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোল করলেন তিনি। গোল করা তার কাজ না হলেও ভুটানের বিপক্ষে ম্যাচের ৬ষ্ঠ মিনিটে দুর্দান্ত এক হেডে গোল করলেন হামজা। কর্ণার থেকে কিক নিয়েছিলেন জামাল ভূঁইয়া। সেটাকেই তিনি অসাধারণ কৃতিত্বে জড়িয়ে দিলেন প্রতিপক্ষের জালে।


এই ক্যাটাগরির আরো সংবাদ