শিরোনাম
সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক। সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ । বাক প্রতিবন্ধী ও হিজড়া জনগোষ্ঠীসহ শীতার্তদের হাতে কম্বল তুলে দিলেন ইউএনও ডিপ্লোমেসি চাকমার মুসাব্বির কে হত্যা করায় জামালপুর জেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল  চন্দনাইশ কার-মাইক্রো ও হাইচ শ্রমিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মো. তৌহিদ, সাধারণ সম্পাদক মো. সবুজ রাজশাহীতে বিজিবি ১ এর শীত বস্ত্র বিতরণ ৫৪ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা চ্যাম্পিয়ন ইসলামী আদর্শ বিদ্যানিকেতন এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সাতছড়ি চা বাগানে অসহায় চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

কালিহাতীর গর্ব বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী আর নেই

রিপোটারের নাম / ৪৪৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫

 

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি: রাজনীতির নীরব এক আলো নিভে গেলো—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর জীবনসঙ্গিনী ও রাজনৈতিক সহযাত্রী নাসরিন সিদ্দিকী চলে গেছেন না ফেরার দেশে।

 

শনিবার (৭ জুন) দিবাগত রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, কিন্তু সেখান থেকেই শুরু হয় তাঁর চিরবিদায়ের যাত্রা।

 

নাসরিন সিদ্দিকী ছিলেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটী গ্রামের গর্ব। তিনি ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির একজন সক্রিয় সদস্য, একজন ব্যক্তিত্বময়ী সমাজসেবী এবং রাজনৈতিক সংগ্রামের এক নীরব সৈনিক। নিজের অবস্থান থেকে নিরবেই লড়েছেন, নেতৃত্ব দিয়েছেন, পাশে থেকেছেন—কখনো আলোচনার কেন্দ্রবিন্দু না হয়েও ছিলেন সকলের শ্রদ্ধার পাতায়।

 

তার জানাজা আজ ৮ জুন বাদ আসর ছাতিহাটী গ্রামে পারিবারিক বাড়িতে অনুষ্ঠিত হবে।

 

তার আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের গভীর ছায়া। সহযোদ্ধারা হারালেন এক প্রেরণার বাতিঘর, পরিবার হারাল এক অমূল্য অবলম্বন। টাঙ্গাইলবাসীসহ মুক্তিযোদ্ধা পরিবারগুলো অনুভব করছে এক অপূরণীয় শূন্যতা।

 

আজ রাজনীতি হারালো এক নির্ভীক কণ্ঠ, আর একজন মানুষ হারালো তার হৃদয়ের ঘর।

ভালোবাসায়, শোক আর সম্মানে—বিদায় বঙ্গবীরের প্রেরণাদায়িনী সাথী, কালিহাতীর অহংকার।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ