শিরোনাম
পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী কর্মসূচি স্থগিত করে  পরীক্ষায় ফিরছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বিমান ভ্রমণে এই মুহূর্তে সক্ষম নন বেগম খালেদা জিয়া পাটগ্রামের দহগ্রাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় মা -ছেলে আটক
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

সাকিবকে জাতীয় দলের জার্সিতে মিস করছেন ভক্তরা।

রিপোটারের নাম / ৪১৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : সাকিবকে ছাড়া বাংলাদেশ দল! একটা সময় এমনটা ভাবা না গেলেও এখন তা অনেকটাই অভ্যাস হয়ে গেছে। তবে এখনো সাকিবকে ভুলতে পারছে না দল। দলের কোনো বিপদ হলেই মনে পড়ে তাকে।

যেমনটা হলো দু’দিন আগে। বৃহস্পতিবার বাংলাদেশ দল পাল্লাকেলেতে মুখোমুখি হয় শ্রীলঙ্কার। একই সময়ে সাকিব মাঠে নামেন দুবাই ক্যাপিটালসের হয়ে। ম্যাচটা খুব খারাপভাবে হেরে যায় টাইগাররা।

অন্যদিকে দুবাইকে একাই জেতান সাকিব। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করে হন ম্যাচসেরা। একদিকে দলের ব্যর্থতা, অন্যদিকে সাকিবের সফলতা; সব মিলিয়ে সাকিবকে জাতীয় দলের জার্সিতে মিস করছেন ভক্তরা।

এমতাবস্থায় আরো একটু আশার বাণী শোনালেন বিসিবির মিডিয়া বিভাগের প্রধান ইফতেখার রহমান। অভিজ্ঞ অলরাউন্ডারের জন্য জাতীয় দলের দরজা সবসময়ই খোলা আছে বলে জানান তিনি।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ডের মিডিয়া বিভাগের প্রধান বললেন, দরজা সবসময়ই খোলা সাকিবের জন্য।

‘অবশ্যই যেটা আমরা সবাই জানি যে- ক্রিকেটার হিসেবে বাংলাদেশের গ্রেটেস্ট সাকিব আল হাসান। এটার দ্বিতীয় মত কেউ বলতে পারবেন না। তো সবসময় ডোর ইজ ওপেন।’

তবে পুরো বিষয়টি ক্রিকেট পরিচালনা বিভাগ ও টিম ম্যানেজমেন্টের ওপর ছেড়ে দিয়েছেন ইফতেখার। বলেন, ‘এখন এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপরে যে- তারা কী চিন্তা করছে।’

‘বর্তমান বিসিবি প্রেসিডেন্ট পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশন্স এবং টিম ম্যানেজমেন্ট, নির্বাচকদের ওপর দিয়েছেন। তাদেরও তো নজরে আসছে। সেটা দেখা হবে। অবশ্যই তাদের এটি দেখা উচিত।’

উল্লেখ্য, গত আগস্টে রাজনৈতিক পালাবদলের পর সাকিব আর দেশে ফেরেননি। এর মাঝে তার নামে হত্যা মামলাসহ আরো বেশ কয়েকটি অভিযোগ উঠে। সবকিছু বিবেচনায় ও বিসিবি থেকে নিরাপত্তা না পাওয়ায় দেশের হয়ে খেলা হচ্ছে না তার।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ