শিরোনাম
চট্টগ্রামে সম্পন্ন হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ–২০২৫’ চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ক্লাব – পিসিআইইউ আয়োজিত। বোনের হাতে ফোঁটা নিলেন ভারতীয় ওয়েব মুভি “হয়তো তোমারই জন্য” র অভিনেতা ঋজু রায়  চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফের স্মরণে ২য় ধাপে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত আলিম পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেলেন জামেয়া মহিলা কামিল মাদ্রাসার ছাত্রী সৈয়দা শাফেউল মাহশর শেফা সমরকন্দি বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী চন্দনাইশে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

জলবায়ু প্রভাব মোকাবেলায় সচেতনতা মূলক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

রিপোটারের নাম / ২০১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্প এশিয়ান গ্রীন বাংলাদেশ এর উদ্যোগে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবেলায় সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

২৩ আগস্ট শনিবার চট্টগ্রাম খানজাহান আলী দারুসসুন্নত দাখিল মাদ্রাসায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ আলী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি, আকস্মিক বন্যা, ঘূর্ণিঝড়, খরা, নদীভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে ঠেলে দিচ্ছে। বিশেষ করে কৃষক, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমাতে হলে প্রথমেই জনগণকে সচেতন করতে হবে। এ জন্য দরকার পরিবেশবান্ধব জীবনযাপন, প্লাস্টিক ব্যবহার হ্রাস, জ্বালানি সাশ্রয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বৃক্ষরোপণ। কারণ একটি গাছ শুধু ছায়াই দেয় না, বরং পরিবেশের দূষণ কমায়, মাটির ক্ষয় রোধ করে এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন – জাতীয় দৈনিক আমার সময় পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি সাংবাদিক মোঃ জাকারিয়া হোসেন, দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, মাদ্রাসা সহকারী সুপার মাওলানা মোহাম্মদ রিয়াজুল ইসলাম, সাংবাদিক মোঃ রিফাত হোসেন প্রমূখ।

 

অনুষ্ঠানে আলোচনা শেষে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বক্তারা প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানো ও তার যত্ন নেওয়ার আহ্বান জানান।

 

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম মানুষকে জলবায়ু সংকট মোকাবেলায় উদ্বুদ্ধ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সহায়ক হবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ