শিরোনাম
চট্টগ্রামে সম্পন্ন হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ–২০২৫’ চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ক্লাব – পিসিআইইউ আয়োজিত। বোনের হাতে ফোঁটা নিলেন ভারতীয় ওয়েব মুভি “হয়তো তোমারই জন্য” র অভিনেতা ঋজু রায়  চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফের স্মরণে ২য় ধাপে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত আলিম পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেলেন জামেয়া মহিলা কামিল মাদ্রাসার ছাত্রী সৈয়দা শাফেউল মাহশর শেফা সমরকন্দি বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী চন্দনাইশে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

জলবায়ু প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম / ১৩১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্প এশিয়ান গ্রীন বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবেলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী, বিশেষ আলোচক ছিলেন -দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম,খান জাহান আলী দারুসসুন্নত দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ আবু জাফর সালেহী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, শিক্ষক মোঃ রাজু, মোঃ মেহেদী হাসান প্রমূখ।

 

সভায় বক্তারা বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। ঘূর্ণিঝড়, বন্যা, অতিবৃষ্টি, খরা, ভূমিধসসহ নানা প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও অর্থনীতির ওপর। তাই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে শিক্ষার্থীদের এখন থেকেই পরিবেশ সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।

 

আলোচনায় বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের মূল কারণ হলো নির্বিচারে বনভূমি ধ্বংস, অতিরিক্ত কার্বন নিঃসরণ, শিল্পায়নের দূষণ ও পরিবেশবান্ধব জীবনযাত্রার অভাব। এই পরিস্থিতি মোকাবেলায় বৃক্ষরোপণ, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, প্লাস্টিকের ব্যবহার কমানো, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন ও পানি সংরক্ষণের মতো কার্যকর উদ্যোগ নিতে হবে।

 

শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, প্রতিটি শিক্ষার্থী যদি নিজ পরিবার, প্রতিষ্ঠান ও সমাজে পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করে, তবে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও টেকসই পৃথিবী গড়ে তোলা সম্ভব।

 

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করে এবং প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তারা অঙ্গীকার করে যে, নিজেদের দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলবে এবং অন্যদেরও সচেতন করবে।

 

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীরা হলো দেশের ভবিষ্যৎ। তাদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করতে পারলে পুরো সমাজে পরিবর্তন আসবে। তাই নিয়মিত এমন সচেতনতামূলক আলোচনা ও কর্মসূচি আয়োজন করা হবে।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ