শিরোনাম
সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক। সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ । বাক প্রতিবন্ধী ও হিজড়া জনগোষ্ঠীসহ শীতার্তদের হাতে কম্বল তুলে দিলেন ইউএনও ডিপ্লোমেসি চাকমার মুসাব্বির কে হত্যা করায় জামালপুর জেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল  চন্দনাইশ কার-মাইক্রো ও হাইচ শ্রমিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মো. তৌহিদ, সাধারণ সম্পাদক মো. সবুজ রাজশাহীতে বিজিবি ১ এর শীত বস্ত্র বিতরণ ৫৪ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা চ্যাম্পিয়ন ইসলামী আদর্শ বিদ্যানিকেতন এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সাতছড়ি চা বাগানে অসহায় চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

আগামী নির্বাচনে জনগণ তাদের লাল কার্ড দেখাবে, চাঁদাবাজ ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে মাওলানা জাহাঙ্গীর আলম

রিপোটারের নাম / ১৮৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুকুন্দী নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে এলাকার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও বিভিন্ন গ্রাম থেকে কয়েক শতাধিক নারী-পুরুষ উপস্থিত হয়ে পরিবেশ প্রাণবন্ত করে তোলে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৪ (মনোহরদী–বেলাবো) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, যারা এতদিন নির্বাচন নির্বাচন করে জাতিকে পাগল করে রেখেছিল, আজ তারাই নির্বাচন পিছানোর ষড়যন্ত্রে লিপ্ত। কারণ তাদের পায়ের নিচের মাটি সরে গেছে—নির্বাচনে এলে জনগণ লাল কার্ড দেখাবে।

 

তিনি আরও বলেন,ফ্যাসিবাদ হয়তো পালিয়েছে, কিন্তু আরেকটি দল নতুন করে সেই ফ্যাসিবাদের সব কার্যক্রম কাঁধে তুলে নিয়েছে। বাংলার জমিনে আর কোনো ধরনের ফ্যাসিবাদ বরদাশত করা হবে না।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা মোঃ সানাউল্লাহ, উত্তর জামায়াতের আমির মাওলানা মোঃ ইকবাল হোসাইন, দক্ষিণ জামায়াতের সেক্রেটারি মোঃ তাজুল ইসলাম শাহিন, মনোহরদী পৌর জামায়াতের আমির মোঃ আসাদুজ্জামান নূরসহ ইউনিয়ন ও থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নতুন কর্মী গঠন ও মাঠপর্যায়ে মানুষের সাথে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

 

বক্তারা সামনের নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা, জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা পালন এবং ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

সম্মেলন শেষে শুকুন্দী বাজারে এক গণমিছিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ