শিরোনাম
বিগত সাড়ে ১৫ বছর আওয়ামী সরকার দেশকে না সাজিয়ে নিজেদের সাজিয়েছে: জামায়াতের আমীর  পৌত্রিক সম্মতির অংশীদার দাবি করে সাত মায়ের সন্তানদের সংবাদ সম্মেলন  সচিবালয়ে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী নিহত। আগামী বছরের ডিসেম্বরে নির্বাচন ধরে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছে সিইসি  আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান : পররাষ্ট্র উপদেষ্টা পটিয়ায় শর্ট সার্কিটের আগুনে পুড়ল সাত বসতঘর, নিঃস্ব ৭ পরিবার তজুমদ্দিনে ১৫০ জন নারী কৃষককে কৃষি উপকরণ বিতরণ।  সাতক্ষীরায় দুই লাখ টাকার আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত বড়দিন উপলক্ষে পার্বত্য চট্টগ্রামে নানা কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। নারীদের ইজ্জতকে কাঁচামাল হিসেবে কেউ ব্যবহার করতে পারবে না : জামায়াতের আমীর
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ অপরাহ্ন

তালায় বিআরডিবির মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণের নামে অর্থ আত্মসাৎতের অভিযোগ

রিপোটারের নাম / ৫৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

 

সাতক্ষীরা প্রতিনিধি: তালায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) এর সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি ৩য় পর্যায় সমিতিভুক্ত সমবায়ীদের ১ দিনের মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণের ভাতার অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে বিআরডিবি অফিসার নারায়ণ চন্দ্র সরকারের বিরুদ্ধে।

তথ্য মতে,তালা উপজেলায় বিআরডিবি অফিসের আওতাধীন ২০ টি গ্রাম উন্নয়ন সমিতি রয়েছে। সমিতিভুক্ত সদস্যদের নিয়ে প্রতিদিন ৬০ জন করে মোট ৬ দিনের মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ চলছে। প্রতিটা সমিতি থেকে ৩ জন করে সদস্য প্রশিক্ষণের অংশগ্রহণ করার কথা থাকলেও উপস্থিত সংখ্যা নগন্য।

 

 

প্রশিক্ষন চলাকালীন তালা শিল্পকলা একাডেমির হল রুমে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপস্থিত সংখ্যা ছিলো মাত্র ৩১ জন। এর পূর্বেও আরো ৪টি প্রশিক্ষণ হয়েছে যেখানেও এমন কম সংখ্যক সদস্য উপস্থিত ছিলো। অথচ হাজিরা খাতায় ৬০ জনের স্বাক্ষর রয়েছে। অনুপস্থিত সদস্যের ভাতার টাকা যাচ্ছে বিআরডিবি অফিসের কর্মকর্তার পকেটে। অফিস বলছে,জন প্রতি হাজিরা বাবদ ৩ শত এবং দুপুরের খাবার বাবদ ১ শত ৫০ টাকা বরাদ্ধ রয়েছে।কিন্তু উপস্থিতিদের মাঝে ভাতা বাবাদ ৩ শত টাকা করে দিলেও দুপুরের খাবার বাবদ ব্যায় করছে  মাত্র ৮০ টাকা। তা হলে বাকি টাকা যাচ্ছে কোথায়?

 

 

প্রশিক্ষণের সময় সকাল ১০ টা হতে বেলা ১ টা পর্যন্ত। বেলা ১২ টায় গিয়ে দেখা যায় মাত্র ৩১ জন উপস্থিত রয়েছে।পরবর্তীতে সাংবাদিকদের উপস্থিত টের পেয়ে নিকটস্থ শহীদ আলী আহমদ বালিকা উচ্চ বিদ্যালয় হতে ৭ জন শিক্ষাথীকে এনে উপস্থিতি বেশি দেখানোর লক্ষ্যে প্রশিক্ষনের রুমে বসিয়ে দেওয়া হয়। তাছাড়া অনুপস্থিতিদের প্রশিক্ষন স্বাক্ষর ঘরে বিআরডিবির কর্মকর্তা নারায়ন চন্দ্র সারের নির্দেশে কর্মচারীরা নিজেইরাই স্বাক্ষর করে টাকা উত্তোলন করে নেওয়ারও সত্যতা মিলেছে। হাজিরা শিটে ৬০ জনের মোবাইল নাম্বার দেওয়া আছে তাদের মোবাইল নাম্বার যাচাই করলে তাদের না ব্যবহারে হাজির প্রতি ৩ শত টাকা ও খাবার বাবদ ১ শত ৫০ টাকা আত্নসাৎতের বিষয়টি উন্মেচন হবে।

 

এব্যাপারে বিআরডিবি কর্মকর্তা অফিসার নারায়ণ চন্দ্র সরকার বলেন,প্রশিক্ষণে মোটামুটি প্রশিক্ষনার্থী উপস্থিত রয়েছে।নাস্তা দেওয়ার পর কিছু টাকা থেকে যাচ্ছে, আমি সেই টাকা দিয়ে আমাদের অফিসে যারা রয়েছে তাদের নাস্তার ব্যাবস্থা করি। বহিরাগতদের অংশগ্রহণের ব্যাপারে তিনি অস্বীকার করে বলেন,এটা আমি জানি না।


এই ক্যাটাগরির আরো সংবাদ