মোঃ কামরুজ্জামান সরকার বাবু , পোরশা প্রতিনিধি : নওগাঁ জেলার পোরশা উপজেলার ১ নং নিতপুর ইউনিয়ন এর অধিন পশ্চিম দুয়ারপাল রাস্তাটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত এবং কাঁদাময় হয়ে পড়ে আছে দেখার কেউ নেই। এই বর্ষা মৌসুমে জনদুর্ভোগ রাস্তাটি যেন দুয়ারপাল গ্রামের সর্বশ্রেণীর পেশার মানুষের নিত্য সঙ্গী দুঃখ, দুর্দশা, দূর্ভোগ নিয়ে প্রতিনিয়তর চলছে ভুক্তভোগী জনসাধারণ। মানুষের মৌলিক অধিকারের মধ্যে যোগাযোগ একটি জনগুরুত্বপূর্ণ বিষয় । স্থানীয়রা জানান এই রাস্তার বেহাল দশার কারনে নিতপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য আসা কঠিন হয়ে পড়ছে। গ্ৰামবাসীরা এই রাস্তার অতি দ্রুত সংস্কার চান।