শিরোনাম
মহেশপুরে প্রত্যন্ত অঞ্চলের নারী ও শিশুদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।  ছাতকে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১৫ লুটপাটে থমথমে পরিবেশ, গ্রেফতার ৬ চট্টগ্রামে সম্পন্ন হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ–২০২৫’ চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ক্লাব – পিসিআইইউ আয়োজিত। বোনের হাতে ফোঁটা নিলেন ভারতীয় ওয়েব মুভি “হয়তো তোমারই জন্য” র অভিনেতা ঋজু রায়  চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফের স্মরণে ২য় ধাপে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত আলিম পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেলেন জামেয়া মহিলা কামিল মাদ্রাসার ছাত্রী সৈয়দা শাফেউল মাহশর শেফা সমরকন্দি বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন

মহেশপুরে প্রত্যন্ত অঞ্চলের নারী ও শিশুদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। 

রিপোটারের নাম / ১৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

 

এস আর সোহেল, ঝিনাইদহ প্রতিনিধি:– ঝিনাইদহের মহেশপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল যাদবপুর ইউনিয়নে নারী ও শিশুদের সাথে আইনশৃঙ্খলা, মাদক, বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও আত্মহত্যা প্রতিরোধে করণীয় নির্ধারক সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ।

আজ বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ, মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, মহেশপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হেলেনা আক্তার নিপা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন আহাম্মেদ ও অত্র ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক উপস্থিত সকল নারী ও শিশু নিজেদে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আত্মনির্ভরশীল হওয়ার দিকনির্দেশনা প্রদান করেন।

তাদের সকল সমস্যার বিষয় নিয়ে আলোচনা ও সমাধানের আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ