এস আর সোহেল, ঝিনাইদহ প্রতিনিধি:- ঝিনাইদহের মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের পর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা চত্বরে এই দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মোহাম্মদ মেহেদী হাসান রনি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, কেদ্রীয় জাসাসের সভাপতি কণ্ঠ শিল্পী মনির খাঁন, ঝিনাইদহ জেলা বিএনপির তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক ও মহেশপুর উপজেলা বিএনপির সহ সভাপতি ডক্টর মোঃ নান্নু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া নাটিমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমিনুর রহমান সহ সকল ইউনিয়ন বিএনপির সভাপতি/সম্পাদক, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “৭ই নভেম্বর কেবল একটি তারিখ নয় এটি বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক। ১৯৭৫ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহী জনতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে নেমে এসেছিল। তাঁরা শহীদ জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্যের আহ্বান জানান। দিবসটি উপলক্ষে মহেশপুর উপজেলার বিভিন্ন চত্বরে ব্যানার ফেস্টুন, স্লোগান আর নেতাকর্মীদের ঢলে উৎসবমুখর হয়ে ওঠে।