শিরোনাম
সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ । বাক প্রতিবন্ধী ও হিজড়া জনগোষ্ঠীসহ শীতার্তদের হাতে কম্বল তুলে দিলেন ইউএনও ডিপ্লোমেসি চাকমার মুসাব্বির কে হত্যা করায় জামালপুর জেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল  চন্দনাইশ কার-মাইক্রো ও হাইচ শ্রমিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মো. তৌহিদ, সাধারণ সম্পাদক মো. সবুজ রাজশাহীতে বিজিবি ১ এর শীত বস্ত্র বিতরণ ৫৪ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা চ্যাম্পিয়ন ইসলামী আদর্শ বিদ্যানিকেতন এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সাতছড়ি চা বাগানে অসহায় চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ আজ ১লা জানুয়ারি দৈনিক ঐশী বাংলা পত্রিকার বার্তা প্রধান মো. মিজান হাওলাদারের ২৭তম জন্মদিন 
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

রাজশাহীতে দেশ কোল্ডস্টোরেজে ডাকাতি

রিপোটারের নাম / ১৪৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

 

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীতে দেশ কোল্ডস্টোরেজে ডাকাতি হয়েছেন।

রাজশাহীর মোহনপুর উপজেলার দেশ কোল্ড স্টোরে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মোহনপুর থানায় মামলাটি করেন হিমাগারেণর ব্যবস্থাপক আকবর আলী। মামলায় ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

 

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, মামলায় নগদ টাকা ও যন্ত্রপাতি লুটসহ মোট ৬৩ লাখ ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

 

 

এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মুখোশধারী ও খালি পায়ে একটি ডাকাত দল হিমাগারে প্রবেশ করে। প্রথমে নিরাপত্তারক্ষীদের, পরে ভেতরে থাকা শ্রমিকসহ ২৫ জনকে হাত-পা বেঁধে ফেলে তারা। প্রায় আড়াই ঘণ্টা হিমাগারে অবস্থান করে পাওয়ার হাউস, প্রকৌশল বিভাগসহ বিভিন্ন জায়গায় রাখা যন্ত্রাংশ ও ধাতব সামগ্রী লুট করে। অফিসকক্ষ থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা এবং শ্রমিকদের কাছ থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। এছাড়া অফিসকক্ষ ও আলমারি ভাঙচুর করা হয়।

 

 

ভোর সাড়ে চারটার দিকে এক শ্রমিক ব্যবস্থাপককে ফোনে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। দেশ কোল্ড স্টোরে বর্তমানে ১ লাখ ৮০ হাজার বস্তা আলু মজুত রয়েছে।

 

ব্যবস্থাপক আকবর আলী জানান, হিমাগার দ্রুত চালুর জন্য কাজ চলছে। অনেক যন্ত্রাংশ দেশের বাইরে থেকে আমদানি করতে হয়, তবে স্থানীয়ভাবে কিছু যন্ত্রাংশ সংগ্রহ করে মেরামতের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ