শিরোনাম
আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে চট্টগ্রাম বন্দরে তিন বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আসছে : আশিক চৌধুরী। তালায় ঐহিত্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত সেনাপ্রধানের সাথে সৌদি দূতাবাসের নবনিযুক্ত মিলিটারি অ্যাটাশে এর সৌজন্য সাক্ষাৎ মেধাবীদের সাইকেল উপহার দিলেন রাজশাহীর জেলা প্রশাসক দারুননাজাত গর্ভনিং বডির সদস্য কর্তৃক শিক্ষক লাঞ্ছিত, শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বাংলাদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা জোর দিতে  নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। কমলগঞ্জে সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দলীয় প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ বিনা ওয়ারেন্টে চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরী গ্ৰেপ্তার । পাকিস্তানে হামলার কারণ ব্যাখ্যা দিলেন ভারতের পররাষ্ট্র সচিব কালিহাতীতে আলোচিত সলিট হত্যা মামলার আসামি রায়হানকে কুপিয়ে হত্যার প্রধান আসামি গ্রেফতার
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

 

নির্বাচনে কোনো প্রকার বিশৃঙ্খলা করলে ছাড় দেওয়া হবে না : প্রধান নির্বাচন কমিশনার

রিপোটারের নাম / ২৩৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

মোঃ শিমুল রেজা, যশোর জেলা প্রতিনিধি: যশোরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, নির্বাচনে কোনো প্রকার বিশৃঙ্খলা করলে ছাড় দেওয়া হবে না। বিশৃঙ্খলা কিংবা শান্তি ভঙ্গের চেষ্টা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনকে সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। যশোর শেখ হাসিনা সফ্টওয়্যার টেকনোলজি পার্কে খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের তিন জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই এলাকার প্রার্থীদের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার।
এসময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচনের প্রচারণা চলছে, কোনো অসুবিধা হচ্ছে না। ভোট গ্রহণের দিন ভোট কেন্দ্রের মধ্যে যে কোন ধরনের অনিয়ম,কারচুপি, দখলদারিত্ব, পেশি শক্তির প্রয়োগ কঠোর হস্তে দমন করা হবে। কেন্দ্রের মধ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তা ব্যতিত কেউ থাকবে না। অনুকূল পরিবেশের মধ্য ভোটাররা উদ্বুদ্ধ হয়ে স্বাধীন ভাবে ভোট প্রয়োগ করতে পারে সে ব্যবস্থা নিতে প্রশাসনকে কঠোরভাবে বার্তা দেওয়া হয়েছে। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা। সুতরাং মূল দায়িত্বটা তাদেরকেই পালন করতে হবে। তাদের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে। তাদের সুচারু ও সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে হবে। দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণার শুরুতে হামলা ভাঙচুর প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনায় তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনে অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। নির্বাচনী বিধি বিধান কঠোরভাবে অনুসরণ করে প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম, খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ, যশোর জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার প্রমুখ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ