শিরোনাম
সেই ইলেকট্রিক চেয়ারে আমাকে বসানো হয়েছিল : মাওলানা রফিকুল ইসলাম  ইউক্রেনে যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনায় সম্মত হয়েছেন রাশিয়া। প্রধান উপদেষ্টা দুবাই পৌঁছেছেন। গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে নিয়ে আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হামাস ইসরায়েলি বন্দিদের মুক্তি না দিলে ফের গাজায় যুদ্ধ ঘোষণা নেতানিয়াহুর । গনক্ষাই মদ্রাসায় ১ম বারের মতো আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশের অধীনে বোর্ড পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন কমিশন সব দল ও গোষ্ঠীকে সঙ্গে নিয়ে নিরপেক্ষ ভূমিকায় থাকতে চায় : সিইসি আগামী ১১ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে কুতুব বাড়ি সৈয়্যদ মাওলানা কুতুব শাহ(রহঃ)’র বাষিক ওরশ শরীফ প্রধান উপদেষ্টাকে নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে : প্রেস সচিব শফিকুল আলম
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন

আসিয়ানের সদস্য হতে আগ্রহী বাংলাদেশ : প্রধান উপদেষ্টা

রিপোটারের নাম / ২৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

 

এইচটি  বাংলা  ডেস্ক  : বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে অংশীদারত্ব বাড়াতে আসিয়ানের সদস্য হতে আগ্রহী বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে মালয়েশিয়া ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠিত বৈঠকে তাদের সহযোগিতা চেয়েছেন।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর হেয়ার রোডে ড. মুহাম্মদ ইউনূসের সুইজারল্যান্ডের দাভোস সফরের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে ড. ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে আলাদা বৈঠক করেন। সেখানে বাংলাদেশের আসিয়ানে সদস্য হওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে দুই দেশের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা।

অধ্যাপক ইউনূসের বরাত দিয়ে প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন; আমরা দক্ষিণ-পূর্ব এশিয়ার অংশ। বাংলাদেশ আসিয়ানের সদস্য হতে চায়। রোহিঙ্গা সঙ্কট সমাধানেও সহায়তা চাওয়া হয়।’

শফিকুল আলম বলেন, আসিয়ানের সদস্য হওয়া মানে বাংলাদেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন হওয়া। এতে ব্যবসা ও বিনিয়োগ বাড়বে, বড় বাজার উন্মুক্ত হবে। যদি সদস্যপদ পাওয়া যায়, তাহলে বাংলাদেশের অর্থনীতির জন্য এর চেয়ে বড় সুখবর আর হতে পারে না।

প্রেস সচিব জানান, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে শিপিং জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। মিয়ানমার আসিয়ানের সদস্য, তাই এই দুই দেশকে বলা হয়েছে- রোহিঙ্গা সঙ্কট সমাধানে সহায়তা করার জন্য।

এখনও রোহিঙ্গারা বাংলাদেশে আসছে বলে উল্লেখ করে শফিকুল আলম বলেন, রোহিঙ্গা সঙ্কট বাংলাদেশের জন্য বড় চিন্তার বিষয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

উল্লেখ্য, বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে গত ২১ থেকে ২৪ জানুয়ারি দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা। সফর শেষ করে গতকাল তিনি দেশে ফিরেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ