শিরোনাম
ফিলিস্তিনকে অবিলম্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের ৫৯ জন এমপির আহ্বান ইসরায়েলি বাহিনীর  হামলায় ১১০ জন ফিলিস্তিনি নিহত সাকিবকে জাতীয় দলের জার্সিতে মিস করছেন ভক্তরা। রাজসাক্ষী হওয়ায় শর্ত সাপেক্ষে ক্ষমা পেলেন সাবেক আইজিপি চুয়েটে ইউআরপি বিভাগের “বিদায় ও বরণ” অনুষ্ঠান সম্পন্ন পরিবেশের ভারসাম্য সুরক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় আবুল বারকাতকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পরিবেশ বিপন্ন হলে মানবাধিকার বিপন্ন হবে : অ্যাটর্নি জেনারেল পোরশা উপজেলার অধিন গাংগুরিয়া থেকে কাদিপুর ১ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা।  ফেনীতে বন্যায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি ।
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

 

ঘাতকচক্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে- আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি

রিপোটারের নাম / ৩৫০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

মুহাম্মদ আরফাত হোসেন: চন্দনাইশের ঐতিহ্যবাহী খানদিঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট এর পরাজিত ঘাতকরা এখনোও ক্ষান্ত হয়নি। তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে। এই ঘাতকচক্রকে প্রতিহত করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। তিনি ঐতিহ্যবাহী খানদিঘী হাইস্কুলের সুদক্ষ ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন এই বিদ্যালয় অনেক ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী। আমাদের প্রয়াত নেতা আব্দুল ওয়াহেদ মাস্টার এই স্কুল প্রতিষ্ঠা করে গেছেন তাই এই স্কুলের জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে। এসময় সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী স্কুলের সীমানা প্রাচীর ও সুদৃশ্য ফটক নির্মাণের জন্য ২০ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চন্দনাইশ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিবলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। আলোচনায় অংশ নেন যথাক্রমে জেলা পরিষদ সদস্য ও চন্দনাইশ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক , উপজেলা আ’লীগ নেতা মাস্টার হুমায়ুন কবির ও বেলাল হোসেন মিঠু। বিকাশ চন্দ্র দের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাও. কামাল উদ্দিন, আ’লীগ নেতা এইচ এম আক্তার উদ্দিন, শাহ আলম সওদাগর, জালাল উদ্দিন, জাবেদ হোসেন, যুবলীগ নেতা ফোরক আহমদ, সোহেল হোসেন মন্টু, বেলাল হোসাইন মিন্টু, সরোয়ার হোসেন, নাসির চৌধুরী, সাইফুল ইসলাম শাকিল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান, ছাত্রলীগ নেতা আবু ফয়সাল, সিরাজুল ইসলাম কাফি, নাজমুল ইসলাম রুমি, ইলিয়াস চৌধুরী বাবর, আবিদুল ইসলাম, আবু সাদাত মোহাম্মদ সায়েম, তওসীফ আবিদ প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ