শিরোনাম
সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী কর্মসূচি স্থগিত করে  পরীক্ষায় ফিরছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বিমান ভ্রমণে এই মুহূর্তে সক্ষম নন বেগম খালেদা জিয়া পাটগ্রামের দহগ্রাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় মা -ছেলে আটক লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নি‌হত
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

বন্ধ হওয়া গণমাধ্যম চালু করার সর্বোচ্চ সহযোগিতা চাই!

মোহাম্মদ ইমাদ উদ্দীন / ২৯০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

৩৬ শে জুলাই ০৫ ই আগস্ট স্বৈরশাসক ও জালিম সরকার পতনের পর থেকে  গণমানুষের প্রত্যাশা ছিলো মজলুমের বাকরুদ্ধ কণ্ঠ দিগন্ত টিভি, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ান  এবং দৈনিক আমার দেশ সহ অতিশীঘ্রই চালু করে দেয়ার। আপসোস! এখনো পর্যন্ত সেই প্রত্যাশার কোন অগ্রগতি নেই।
‘বিগত  সরকার তথা স্বৈরশাসক ও জালিম সরকারের  সহিংসতা নিয়ে অনেক  গণমাধ্যম বিভিন্ন  মিথ্যাচার করতো। তারা সব সময়  স্বৈরশাসক ও জালিম সরকারের চাটুকারিতা করতো। মিডিয়া সঠিক তথ্য তুলে ধরার কোন গণমাধ্যমই ছিলো না। যারা স্বৈরশাসক ও জালিম সরকারের অপকর্মগুলি তুলে ধরার চেষ্টা করতো সেই সব গণমাধ্যমদের গলা টিপে রাখা হতো। কিংবা  ভিন্ন মতাদর্শের গণমাধ্যম হলেই বন্ধ করে দিতো।  দিগন্ত টিভি, ইসলামিক টিভি এবং দৈনিক আমার দেশ পত্রিকা ব্যতিক্রম নয়। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা, সচিব এবং জনসংযোগ কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে দিগন্ত টিভি, ইসলামিক টিভি, এবং দৈনিক আমার দেশ পত্রিকা সহ বন্ধ সকল গণমাধ্যম চালু করে দেয়া এবং সর্বোচ্চ সহযোগিতা করার আহবান জানাচ্ছি।
নিবেদক
মোহাম্মদ ইমাদ উদ্দীন
সদস্য,  চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র।


এই ক্যাটাগরির আরো সংবাদ