শিরোনাম
পাটগ্রামে কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন তালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ পালিত পর্তুগাল মানবিক ভিসা চালু করতে যাচ্ছে। মহানবমী ও বিজয়া দশমীর পূজা পরিদর্শনে বিএনপি নেতা ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তাহিরপুরে পর্যটকদের মধ্যে  দর্শনীয় স্থান পরিচয় করিয়ে দিতে দৃষ্টিনন্দন সাইনবোর্ড স্থাপন করলেন মেম্বার পুত্র ছাত্তার ছাতক ব্যবসায়ী ঐক্য পরিষদের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে ছাতক উপজেলা ও পৌর শাখা খেলাফত মজলিস নেতৃবৃন্দের পূজাঁ মন্ডপ পরিদর্শন চন্দনাইশ পৌরসভা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কমিটি গঠন চন্দনাইশ উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কমিটি গঠন বৃহস্পতিবার ব্যাংক বন্ধ থাকবে।
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন

রিয়াদে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের (বাপ্রসাফ) বর্ধিত সভা অনুষ্ঠিত।

রিপোটারের নাম / ২০৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

বাপ্রাসাফ রিপোর্ট : বাথা ডিমুরা হোটেলে সাবেক( রামাদ হোটেলে)এ মংগল বার রাতে এ সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ)প্রতিষঠাতা সভাপতি এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চাঁন এর সভাপতিত্বে ফোরাম সাধারণ সমপাদক ও বর্ণ টিভি পরিচালক ফকির আল আমিনের পরিচালনায় শুরুতে পবিএ কোরআন তেলওয়াত করেন ফোরামের ধর্ম বিষয়ক সমপাদক ও দৈনিক আলোকিত সকাল এর রিয়াদ প্রতিনিধি শাহাদাৎ আল মেহেদী।সভায় প্রধান অতিথি ছিলেন সানসিটি মেডিকেল এর ডিএমডি সাখাওয়াত হোসেন আরমান।সভায় নব নিযুক্ত এশিয়া টিভি প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন ও মাইটিভি রিয়াদ প্রতিনিধি সাদেক আহমেদ কে ফুলেল শুভেচছায় সিক্ত করে অভিনন্দন জানানো হয়।সভায় দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এখন টিভি ও মোহনা টিভি প্রতিনিধি মো:জাহাঙ্গীর আলম হৃদয়, এসএ টিভি রিয়াদ প্রতিনিধি ফকির হাকিম, জনপ্রিয় তৃনমুল টিভি প্রতিনিধি ফোরাম যুগ্ম সাধারন সম্পাদক প্রকৌশলী আসমাউল হুসাইন,বি-বাড়ীয়া নিউজ টিভি প্রতিনিধি ও ফোরাম দপ্তর সমপাদক এম মেহেদুল খান,দৈনিক নারায়ণগঞ্জ পএিকার সৌদি প্রতিনিধি মো:আলী,এশিয়ান টিভি প্রতিনিধি ও ফোরাম উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন,মাইটিভি প্রতিনিধি ও ফোরাম সাংগঠনিক সমপাদক সাদেক আহমেদ,সাংবাদিক মো:মোর্শেদ আলম প্রমুখ।সভায় প্রতি বছর ইফতার মাহফিল ও শীত কালীন পিঠা উৎসব করার নীতি গত সিদ্ধান্ত গৃহিত হয়।যেকোন সংবাদ কর্মীর বিপদে আপদে ঐক্যবদ্দ ভাবে পাশে দাড়ানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়।গনতান্ত্রিক ভাবে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় প্রবাসে গন- মাধ্যমের নিজেদের মধ্য ঐক্যর উপর গুরুত্ব আরোপ করা হয়।দেশ জাতীর ভার্বমুতি রক্ষায় জোর দেওয়া হয়।বিশ্ব মুসলিমের অভিভাবক দেশ পবিএ ভুমি সৌদি আইন মেনে চলার উপর সর্বোচছ গুরুত্ব দেওয়া হয়।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ