নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশ পৌরসভায় মরহুম রব্বত আলী ও হাজী রাবেয়া বেগম শিক্ষা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় অত্র ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবদুল মন্নানের সার্বিক সহযোগিতায় ও সচিব মুহাম্মদ মিজানুর রহমানের পরিচালনায় ৮ম তম পবিত্র খতমে কুরআন, খতমে খাজেগান ও খতমে গাউসিয়া শরীফ অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর (রবিবার) বাদে আছর হতে পৌরসভার ৮নং ওয়ার্ডের নয়া পাড়াস্থ আলহাজ্ব মুহাম্মদ আবদুল মন্নানের নিজ বাসভবনে এ পবিত্র খতমে কুরআন,খতমে খাজেগান ও খতমে গাউসিয়া শরীফের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জামিরজুরি রজবিয়া আজিজিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোসাইন আল কাদেরী, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, আল্লামা আবুল কাশেম আনসারী, মাওলানা আবদুল খালেক, মাওলানা তালেব, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা আবু ইউসুফ নুর, মাওলানা আক্কাস উদ্দিন, মাওলানা জামাল উদ্দিন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল্লামা মুফতি আহমদ হোসাইন আল কাদেরী।