শিরোনাম
সাতকানিয়া খাগরিয়ায় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করেন এলডিপি নেতা নুরুল ইসলাম ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যু ছুঁয়েছে ২০০ জনে। ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই আগামী ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হবে : অ্যাটর্নি জেনারেল দুর্গোৎসব ও বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। চন্দনাইশে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ১ যুবকের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০ পূজা মন্ডপে নগদ অর্থ প্রদান চন্দনাইশ পৌরসভায় পবিত্র খতমে কুরআন, খতমে খাজেগান ও খতমে গাউসিয়া শরীফ সম্পন্ন পোরশায় উপজেলা মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট।  রাজনৈতিক দলগুলো শিগগির সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়সমূহ নিয়ে একটি ‘জুলাই সনদ’ সই করবে : প্রধান উপদেষ্টা  মহেশপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

দুর্গোৎসব ও বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান।

রিপোটারের নাম / ২০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার এক বিবৃতিতে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

 

তারেক বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের দল-বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাই। শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বীর সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

 

শান্তি ও কল্যাণ কামনা করে তিনি বলেন, এবারের শারদীয় দূর্গোৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

 

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তারেক বলেন, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারাদেশে উৎসব আনন্দ উদযাপন করুন, সৌহার্দ সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন।

 

আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার’।

 

গত ২১ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে এবারের দুর্গোৎসবের প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। ষষ্ঠী তিথিতে রোববার বেলতলায় দেবীর অধিষ্ঠানের মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়।

 

এর পর রোববার ষষ্ঠীতে হয়েছে দেবীর অধিষ্ঠান। বৃহস্পতিবার দেবীর বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে।

 

বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, একজন বাংলাদেশি হিসেবে আমি মনে করি, উৎসবের ভেতর দিয়েই পরিস্ফুটিত হয়ে ওঠে আমাদের বিভিন্ন ধর্ম-গোত্র-সম্প্রদায়ের মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ এবং ভ্রাতৃত্ব।

 

আমাদের রাষ্ট্র এবং সংবিধানে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়বাদী প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব।

 

পবিত্র হাদিসেও এ ব্যাপারে নির্দেশনা রয়েছে, ‘যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে, তার অধিকার খর্ব করে, তাকে সাধ্যের অতিরিক্ত কাজ চাপিয়ে দেয় বা তাদের অসম্মতিতে ধন-সম্পদ হরণ করে নেয়’- এ ধরণের জুলুমের বিরুদ্ধে আমাদের প্রিয় নবী (সা.) তার উম্মতদেরকে সতর্ক করে দিয়ে বলছেন, কেয়ামতের দিন আমিই সেই ব্যক্তির বিরুদ্ধে লড়ব।

 

তারেক রহমান বলেছেন, ‘ফ্যাসিবাদমুক্ত’ বাংলাদেশের একজন নাগরিক হিসেবে অপর নাগরিকের নিরাপত্তা এবং সম্মান রক্ষায় যথাযথ ভূমিকা রাখবে এবং নৈতিক দায়িত্ব পালন করবে, এটিই স্বাভাবিক রীতি।

 

উৎপীড়ণ ও প্রতিহিংসা চরিতার্থ করার মধ্য দিয়ে যারা সমাজকে, মানব সভ্যতাকে ধ্বংস করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায় কুশাসন তাদের বিরুদ্ধে সংগ্রাম করা ন্যায়সঙ্গত বলেও মন্তব্য করেছেন তিনি।

 

তারেক বলেন, শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসনামলের মত কেউ যাতে কোনোরকম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মত পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মত কোনো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানাই।

 

আলাদা বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সনাতন ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ