শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক, চট্টগ্রামে সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখায় ১১তম মৌসুমের তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারের  কাজ এখনো চলছে। পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন

বাগমারায় ডিবির অভিযানে ১৫ কেজি গাজা উদ্ধার 

রিপোটারের নাম / ২৫১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

 

মো: গোলাম কিবরিয়া ,রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় ডিবির অভিযানে ১৫ কেজি গাঁজা সহ গ্রেপ্তার একজন ।

গত ১৮ মে রাজশাহী জেলার বাগমারা থানাধীন নামকান গ্রাম হতে রাত ১১:৪০ টায় একজন মাদক ব্যাবসায়ীকে ১৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ গ্রেফতার করেছে রাজশাহীর ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ আনোয়ার হোসেন মন্ডল (২৫)। সে রাজশাহী জেলার বাগমারা থানাধীন নামকান গ্রামের মোঃ আইনুল মন্ডলের পুত্র।

 

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ মাহবুব আলম ও ফোর্স-সহ গত ১৮ মে ২০২৫ খ্রি. রাত ১১.৩০ টায় বাগমারা থানাধীন ঝিকড়া বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বাগমারা থানাধীন নামকান গ্রামস্থ ধৃত অভিযুক্ত মোঃ আনোয়ার হোসেন মন্ডল-এর বসতবাড়ির মেইন গেটের সম্মুখে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ মাহবুব আলম ও ফোর্স-সহ গত ১৮ মে ২০২৫ খ্রি. রাত ১১:৪০ টায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে রাত ১১:৫৫ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ আনোয়ার হোসেন মন্ডলকে তল্লাশিকালে তার ডান হাতে থাকা একটি চটের বস্তার মধ্য হতে ১৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ তাকে গ্রেফতার করে।

 

প্রসঙ্গত উল্লেখ্য, গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ আনোয়ার হোসেন মন্ডলের বিরুদ্ধে বাগমারা থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

 

গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ আনোয়ার হোসেন মন্ডলের বিরুদ্ধে গাঁজা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ