শিরোনাম
রাজশাহীতে দীর্ঘ ১৬ বছর পর গরুর হাট উদ্ধার। হেফাজতে ইসলাম বাংলাদেশ জামালপুর সদর – পৌর শাখার উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল  ঢাকায় আহলে সুন্নাহ ওয়াল জামাতের  উদ্যোগে বিশাল জমায়েত স্থগিত করার প্রতিবাদ করায় চট্টগ্রামে ৬ জনকে গ্রেপ্তার সার্ক সাংবাদিকের শান্তির বার্তার মাধ্যমে রাজস্থানের জয়পুরে শুরু হচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সে-২০২৫ পুঁজিবাজারে সিমেন্ট খাতের প্রতিষ্ঠান হাইডেলবার্গ ম্যাটারিয়েলসের লভ্যাংশ ঘোষণা ১১৬ বছরের ঐতিহ্য চট্টগ্রামের জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে পাকিস্তান। দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তারেক রহমান সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত এর সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ সাতক্ষীরায় সাংবাদিকদের অবস্থান কর্মসূচি পালিত
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৯:২২ অপরাহ্ন

 

হেফাজতে ইসলাম বাংলাদেশ জামালপুর সদর – পৌর শাখার উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল 

রিপোটারের নাম / ৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

 

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি :  ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গণহত্যার বিচার। বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও কমিশন বাতিল। ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যোগ ও ওয়াকফ আইন বাতিল। ফিলিস্তিন দখলদার মুক্ত করার উদ্যােগ গ্রহণ করার দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ জামালপুর সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে স্থানীয় শহরের ফুলবাড়ীয়া ঈদগাহ মাঠে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেন সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

 

হেফাজতে ইসলাম বাংলাদেশ জামালপুর সদর উপজেলার সভাপতি মুফতী আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী সুহাইল আহমদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ, জামালপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা আবুল কাশেম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতী ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা নজরুল ইসলাম, আল-আবরার ইসলামিক রিসার্চ সেন্টারের মুফতী আব্দুল্লাহ আল মামুন, হেফাজতে ইসলাম সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মুফতী সাঈদ আহম্মদ, মুফতী আব্দুল্লাহ আল মামুন, মুফতী আব্দুল্লাহ আল মামুন, পৌর শাখার সভাপতি হযরত মাওলানা আলী আকবর, সহ-সাধারণ সম্পাদক মুফতী মাহবুবুর রহমান সাকী, মুফতী তানভীর মাহাতাব রহমান, সদস্য হাফেজ মাওলানা মশিউর রহমান খান আজাদী, হেফাজতের নেতা মুফতী সাইদুর রহমান, সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মুফতী মুখলেছুর রহমান জমিরী প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে এসময় হেফাজতে ইসলাম বাংলাদেশ জামালপুর জেলা, সদর ও পৌর শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ