শিরোনাম
পরিচ্ছন্নতায় সংকট, সেবায় প্রশ্ন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আলোচনায় চন্দনাইশে সাতবাড়িয়াতে ফাতেহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম রাহী’র লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচী আগামী ১৫ নভেম্বর ছাতক ওয়াপদা অফিসে অনিয়ম-দুর্নীতির মহোৎসব: ঘুষে চলছে বিদ্যুৎ বাণিজ্য! জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আহমদ নুর এরিক চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সংবাদ সারাবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মহেশপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।  মহেশপুরে প্রত্যন্ত অঞ্চলের নারী ও শিশুদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।  ছাতকে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১৫ লুটপাটে থমথমে পরিবেশ, গ্রেফতার ৬ চট্টগ্রামে সম্পন্ন হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ–২০২৫’
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন

‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এখন ডবলমুরিংয়ের মনছুরাবাদে

রিপোটারের নাম / ৪৬৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

 

মোঃ শাহজালাল রানা,চট্রগ্রাম ব‍্যুরো প্রধানঃ এবার চট্টগ্রাম সিটির ডবলমুরিং থানাধীন মনছুরাবাদে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ মে) দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী ভূঁইয়া নিশান। এ সময় কুমিল্লা সেলুনের স্বত্বাধিকারী মোহাম্মদ জলিলের হাতে বই ও তাক তুলে দেয়া হয়।

আবৃত্তিশিল্পী আশিক আরেফিনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র প্রতিষ্ঠাতা কবি গোলাম মাওলা জসিম, নাট্যজন শেখ আনিস মঞ্জুর সেন্টু, বীজন নাট্য গোষ্ঠীর দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশ, অভিনয়কর্মী মোহাম্মদ আলী, সংস্কৃতিকর্মী শাহীন আলম, সৌরভ পাল, রহিমা আক্তার প্রমা, সাইফুল মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানে মোহাম্মদ আলী ভূঁইয়া নিশান বলেন, ‘বইয়ের নতুন পাঠক সৃষ্টিতে ভূমিকা রাখবে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’। সেলুনে আসা গ্রাহকদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ খুবই প্রশংসনীয়। সেলুনে বই থাকলে অপেক্ষমান গ্রাহকরা তাদের সময় জ্ঞান অর্জনে কাজে লাগতে পারবেন। এতে করে সমাজে আলোকিত মানুষ গড়ে উঠবে। বিশেষ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত যুবক ও কিশোররা তাদের কিছু সময় বই পড়ায় ব্যয় করবে। এতে পরিবার ও সমাজ তথা সংশ্লিষ্ট এলাকার পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনবে।’

গোলাম মাওলা জসিম বলেন, ‘মানুষ এখন বই পড়ে না, ফেসবুক পড়ে। তাদেরকে বইমুখী করতেই আমার এ উদ্যোগ। পৃথিবীর বিভিন্ন দেশে আমার এ উদ্যোগ ছড়িয়ে দিতে চাই।’

উল্লেখ্য, ‘অবসরে বই পড়ুন’- এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের উদ্যোগে নোয়াখালীতে রতনের সেলুনে বই ও তাক বিতরণের মাধ্যমে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র কার্যক্রম শুরু হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ