শিরোনাম
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের শয্যাপাশে পুনাক সভানেত্রী সাতক্ষীরায় জমি লিখে না দেওয়ার প্রভাবশালী কর্তৃক প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ধর্মীয় সংঘাতের মাধ্যমে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্র চলছে- সূফিবাদী ঐক্য ফোরাম নেতৃবৃন্দ আনোয়ারায় ৪ কোটি টাকার ইয়াবাসহ দুই সহোদর আটক আজ বিকেলে সব রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। সাতক্ষীরায় ভেজাল বিরোধী অভিযানে এক দুধ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা পটিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় স্লিপ ফান্ডের বাড়তি টাকা নেওয়ার অভিযোগ । কৃষকদলের নেতা মোঃ জসিম উদ্দিন গুরুতর অসুস্থ, দোয়া কামনা। পাটগ্রামে “গুপ্তধন” ভেবে ঘরে লুকিয়ে রাখেন গ্রেনেড মাদকসেবীদের আড্ডাখানা এখন শেখ রেহানার বাংলো বাড়িতে ।
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন পোষাক ও ঈদ সামগ্রী বিতরণ 

রিপোটারের নাম / ২১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

 

 

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন পোষাক ও ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়।

১৪ এপ্রিল রোজ শুক্রবার দুই টাকায় স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে এসব বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ও দুই টাকায় স্কুলের প্রতিষ্ঠাতা শিশুবন্ধু মুহাম্মদ আলী।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সমাজে নিন্ম মধ‍্যবিত্ত পরিবারগুলো অনেক কষ্টে দিন যাপন করছে। এমতাবস্থায় যদি সমাজের বিত্তবান ব‍্যক্তিরা অসহায় মানুষের কল‍্যাণে এগিয়ে আসে তাহলে তাদের এই কষ্ট অনেকাংশে কমে আসবে। আর তাই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসী সহ সকল বিত্তশালীদের প্রতি উদাত্ত্ব আহবান জানান তিনি।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস, পরিচালক সামসুন নাহার সামু, চট্টগ্রাম মহানগর কমিটির সমন্বয়ক মোঃ ফয়জুল আলম প্রিন্স, বন্দর থানা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ ওমর ফারুক নয়ন, মোঃ মোকছেদুল হক, রুপা চক্রবর্তী, সুক্লা চক্রবর্তী, জান্নাতুল নাঈম নিশি, মোঃ শাহ আলম, মোঃ মিজান প্রমূখ।

এই সময় দুই টাকায় স্কুলের ছাত্রছাত্রী সহ এলাকার হতদরিদ্র শিশুদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ