শিরোনাম
ফিলিস্তিনকে অবিলম্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের ৫৯ জন এমপির আহ্বান ইসরায়েলি বাহিনীর  হামলায় ১১০ জন ফিলিস্তিনি নিহত সাকিবকে জাতীয় দলের জার্সিতে মিস করছেন ভক্তরা। রাজসাক্ষী হওয়ায় শর্ত সাপেক্ষে ক্ষমা পেলেন সাবেক আইজিপি চুয়েটে ইউআরপি বিভাগের “বিদায় ও বরণ” অনুষ্ঠান সম্পন্ন পরিবেশের ভারসাম্য সুরক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় আবুল বারকাতকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পরিবেশ বিপন্ন হলে মানবাধিকার বিপন্ন হবে : অ্যাটর্নি জেনারেল পোরশা উপজেলার অধিন গাংগুরিয়া থেকে কাদিপুর ১ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা।  ফেনীতে বন্যায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি ।
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন

 

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন পোষাক ও ঈদ সামগ্রী বিতরণ 

রিপোটারের নাম / ৩৩৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

 

 

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন পোষাক ও ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়।

১৪ এপ্রিল রোজ শুক্রবার দুই টাকায় স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে এসব বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ও দুই টাকায় স্কুলের প্রতিষ্ঠাতা শিশুবন্ধু মুহাম্মদ আলী।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সমাজে নিন্ম মধ‍্যবিত্ত পরিবারগুলো অনেক কষ্টে দিন যাপন করছে। এমতাবস্থায় যদি সমাজের বিত্তবান ব‍্যক্তিরা অসহায় মানুষের কল‍্যাণে এগিয়ে আসে তাহলে তাদের এই কষ্ট অনেকাংশে কমে আসবে। আর তাই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসী সহ সকল বিত্তশালীদের প্রতি উদাত্ত্ব আহবান জানান তিনি।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস, পরিচালক সামসুন নাহার সামু, চট্টগ্রাম মহানগর কমিটির সমন্বয়ক মোঃ ফয়জুল আলম প্রিন্স, বন্দর থানা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ ওমর ফারুক নয়ন, মোঃ মোকছেদুল হক, রুপা চক্রবর্তী, সুক্লা চক্রবর্তী, জান্নাতুল নাঈম নিশি, মোঃ শাহ আলম, মোঃ মিজান প্রমূখ।

এই সময় দুই টাকায় স্কুলের ছাত্রছাত্রী সহ এলাকার হতদরিদ্র শিশুদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ