শিরোনাম
নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু ঐতিহাসিক জব্বারের বলি খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লা জেলার বাঘা শরীফ। রাজশাহীতে দীর্ঘ ১৬ বছর পর গরুর হাট উদ্ধার। হেফাজতে ইসলাম বাংলাদেশ জামালপুর সদর – পৌর শাখার উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল  ঢাকায় আহলে সুন্নাহ ওয়াল জামাতের  উদ্যোগে বিশাল জমায়েত স্থগিত করার প্রতিবাদ করায় চট্টগ্রামে ৬ জনকে গ্রেপ্তার সার্ক সাংবাদিকের শান্তির বার্তার মাধ্যমে রাজস্থানের জয়পুরে শুরু হচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সে-২০২৫ পুঁজিবাজারে সিমেন্ট খাতের প্রতিষ্ঠান হাইডেলবার্গ ম্যাটারিয়েলসের লভ্যাংশ ঘোষণা ১১৬ বছরের ঐতিহ্য চট্টগ্রামের জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে পাকিস্তান। দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তারেক রহমান
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

 

দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তারেক রহমান

রিপোটারের নাম / ১৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রে মতভেদ থাকলেও দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় অনলাইনে যুক্ত হয়ে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় ৩১ দফা নিয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তারেক রহমান বলেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি দেশ সংস্কারের প্রস্তাব দিয়েছিল। গণতন্ত্রের মতপার্থক্য থাকাই স্বাভাবিক, রাজনৈতিক দলের বিভেদের কারণে গণতন্ত্র আবারও বাধাগ্রস্ত হোক, এটা আর চাই না। যে কোন মূল্যে দেশে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, জনমানুষের চাওয়ার সঙ্গে একটি মহলের চাওয়ার পার্থক্য রয়েছে। আমরা চাই ঐকমত্যের ভিত্তিতে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে।

 

মানুষের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হলে সবকিছু বাধাগ্রস্ত হবে মন্তব্য করে তিনি বলেন, যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। ভোট যদি আপনার পক্ষে আনতে হয়, তবে জনগণের কাছে যেতে হবে। যে কোনো মূল্যে জনগণের সঙ্গে থাকার কোনো বিকল্প নেই।

 

সংস্কার উপস্থাপনের ক্ষেত্রে বিএনপির সঙ্গে অন্যদের পার্থক্য রয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা যখন সংস্কার প্রস্তাব দিয়েছি তখন স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দিয়েছি। আর এখন যারা দিচ্ছেন, আপনারাই তা বিচার করবেন। আমরা যা দিয়েছি, তা পূরণ করে ছাড়ব। সংস্কার একটা চলমান প্রক্রিয়া।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা শুধু ৩১ দফা দিয়েই থেমে থাকিনি, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। নেতাকর্মীদের মাধ্যমেই তা পৌঁছে দিতে হবে।

 

দেশের ৭০ ভাগ ভালো কাজ বিএনপি করেছে দাবি করে তারেক রহমান বলেন, সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, পরিবেশের সমস্যা নিয়েই কর্মশালায় বেশি প্রশ্ন পেয়েছি। জনগণ জানে দেশের ভালো কিছু করতে পারলে বিএনপিই করতে পারবে। এই আস্থা-বিশ্বাস অর্জন করতে বিএনপিকে অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে।

 

নারীর ক্ষমতায়ন আরও বাড়াতে বিএনপি সংসদে সংরক্ষিত নারী আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০ করার প্রস্তাব দিয়েছে বলেও জানান তারেক রহমান।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ